আলমডাঙ্গায় ভুট্টা ও গমের ওপর ওরিয়েন্টেশন
- আপলোড টাইম : ১২:৩৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় কৃষকদের নিয়ে ভুট্টা ও গমের ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ইন বাংলাদেশ (পার্টনারে) আওতায় এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের আইলহাঁস ব্লক, খাসকররা ইউনিয়নের রামিদিয়া ও কায়েতপাড়া ব্লকে অনুষ্ঠানে ভুট্টা ও গমের বিভিন্ন উন্নত জাত এবং প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সাথে বিশদ আলোচনা করা হয়। অপর দিকে, কমিউনিটি পর্যায়ে বীজ সংরক্ষণ প্রযুক্তি, উৎপাদন সম্পর্কে কৃষকদের মাঝে ও বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার উদয় রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সাইফুল্লাহ মাহমুদ। উপ-সহকারী কৃষি অফিসার শাহীন আলমের সহায়তায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, কৃষক-কৃষাণির মধ্যে মহাসিন জোয়ার্দার, আলী হোসেন জোয়ার্দার, সুবর্ণা খাতুন, নাজমুল হক, তপন বিশ্বাস, শরীফুল ইসলাম, ইয়াসিন, তামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তরিকুল ইসলাম, মুন্না, শহীদুল ইসলাম, বিল্লাল হোসেন, জাহাঙ্গীর, আব্দুল জব্বার, বকুল হোসেনসহ স্থানীয় সুধীজন।