যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন আলমডাঙ্গার সন্তান আমিনুর রহমান
- আপলোড টাইম : ১২:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ২০ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার সন্তান ইঞ্জিনিয়ার মোহা. আমিনুর রহমান যুগ্মসচিব পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। জানা গেছে, মোহা. আমিনুর রহমান আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে মোহা. মজিবর রহমান এবং পরিছুন নেছার ছেলে। ৭ ভাই-বোনের মধ্যে তিনি ৪র্থ। কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু। পাইকপাড়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে তিনি ১৯৮৮ সালে প্রথম বিভাগে এসএসসি এবং সরকারি বিএল কলেজ, খুলনা থেকে ১৯৯০ সালে প্রথম বিভাগে এইচএসসি পাস করেন। তিনি ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি লাভ করেছিলেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯৭ সালে প্রথম শ্রেণিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। সে বছরই তিনি পেট্রোবাংলার রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডে (আরপিজিসিএল) সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। পেট্রোবাংলার আরপিজিসিএলে তিনি ডিসেম্বর ১৯৯৭ থেকে আগস্ট ২০০২ পর্যন্ত সহকারী প্রকৌশলী হিসেবে এবং আগস্ট ২০০২ থেকে জুলাই ২০০৫ পর্যন্ত উপব্যবস্থাপক হিসেবে চাকরি করেন। এরমধ্যে তিনি বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন এবং ২০০৫ সালের ২ জানুয়ারি সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডার সার্ভিসে যোগদান করেন।
ইতিপূর্বে তিনি নরসিংদী জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট এবং এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঢাকা জেলা প্রশাসনে এনডিসি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সহকারী সচিব ও সচিবের একান্ত সচিব হিসেবে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে উপ-পরিচালক (গ্যাস) এবং চেয়ারম্যানের একান্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব, উপ-সচিব হিসেবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিমিউ অ্যান্ড টিসিতে চিফ টেকনিক্যাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেট্রোবাংলার আরপিজিসিএলে চাকরিকালীন তিনি বুয়েট থেকে অ্যাডভান্সড ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টেএমএস ডিগ্রি অর্জন করেন। সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর স্কলারশিপ নিয়ে তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিগ্রি অর্জন করেন।
এলাকার এই মেধাবী সন্তান বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদমর্যাদায় উন্নীত হওয়ায় আলমডাঙ্গাবাসী ও তার স্কুল কলেজের বন্ধুরা এবং কালিদাশপুর ইউনিয়নবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার উত্তরোত্তর সফলতা ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করেছে।