জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
ভারতে প্রবেশের চেষ্টাকালে ২৪ বাংলাদেশি আটক
- আপলোড টাইম : ১২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১৭ বার পড়া হয়েছে
ভারতের প্রবেশের চেষ্টাকালে চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্ত থেকে নারী ও শিশুসহ ২৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, মেদিনীপুর ও শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া বিজিবি পৃথক অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ভিওআইপি গেটওয়ে সেট উদ্ধার করেছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। বিজিবির অভিযানে আটককৃতরা হলেন- খুলনার ডুমুরিয়া থানার কাঠালিয়া গ্রামের জয় মন্ডল (২৪), সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সরদারপাড়ার আমছার আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৪), একই গ্রামের আব্দুস সালামের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৪), বাগেরহাটের মোরেলগঞ্জের বড়বাদুরা গ্রামের মৃত ইউনুচ হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (২৫), মহেশপুরের বাঘাডাঙ্গা পশ্চিমপাড়ার আজিবারের ছেলে সালাউদ্দিন (২০), নড়াইলের কালিয়া উপজেলার সুক্ত গ্রামের আফজাল শেখের ছেলে বাদশা শেখ (৩১), একই উপজেলার খড়রিয়া গ্রামের রোস্তম আলীর ছেলে আল আমিন (১৯), একই উপজেলার কুলশুরা গ্রামের আফজাল মোল্লার ছেলে মোফাজ্জেল মোল্লা, (৩২), খুলনার পাইকগাছার মাঝেরাবাদ বয়ারঝাপা গ্রামের জ্যোতিষ মন্ডলের ছেলে নিখিল মন্ডল (৬২), পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা গ্রামের হায়াত আলীর ছেলে ছানিবার রহমান (৪২), একই গ্রামের তোফাজ্জলের ছেলে জাহাঙ্গীর আলম (৪২), গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার লাটেঙ্গা গ্রামের চৈতন্য মৃধার ছেলে চিন্ময় মৃধা (২৪), বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামের মৃত গফুর শেখের ছেলে আলী আহমদ (৬২), মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ শশিকর গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (১৯) ও সাতক্ষীরা সদরের বৈকারী সরদারপাড়া গ্রামের আমছার আলীর ছেলে তরিকুল ইসলাম (৩১)।
বিজিবি সূত্র জানিয়েছে, গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত সীমান্তে বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে রাজাপুর বিওপির নায়েব সুবেদার ইকবাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ২৫০ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপর এক অভিযানে মাটিলা বিওপির সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩ পিস ভিওআইপি গেটওয়ে সেট ৩২ পোর্ট ও নতুনপাড়া বিওপি নায়েব সুবেদার ওবায়দুল্লাহের নেতৃত্বে ৬৫৫ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
আটককৃত নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যান্য আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা আসামিদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত পুরুষ আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।