মহেশপুরের পুড়াপাড়ায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
আ.লীগের হামলায় বিএনপির ২০ নেতা-কর্মী আহত- আপলোড টাইম : ১২:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ৩৫ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া বাজারে আওযামী লীগের নেতা-কর্মীদের অতর্কিত হামলায় বিএনপির ২০ নেতা-কর্মী আহত হয়েছেন। ল্যাট্রিনের স্লাব ভাঙাকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিশ^নাথপুর গ্রামের আলী হোসেন ওরফে হযরত আলী, জাহিদ হাসান অপু, সুজন, রাজু, মসিয়ার রহমান, নরুন্নবী, আলাউদ্দীন, সাজু ও নয়নকে যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর আহত বিএনপি নেতা আলী হোসেন ওরফে হযরত আলীসহ তিনজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
পুড়াপাড়া বাজারের বিএনপি নেতা আব্দুল মালেক জানান, দুই দিন আগে ভাটপাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা আনিচুর রহমানের ল্যাট্রিনের স্লাব কে বা কারা ভেঙে দেয়। এ ঘটনায় বিশ^নাথপুর গ্রামের রাজুকে মারধর করা হয়। রাজুকে উদ্ধার করতে এলাকাবাসী গেলে তাদেরও মারধর করে আনিচুর। বিষয়টি মীমাংসার জন্য পুড়াপাড়া বাজারের বিএনপি নেতারা বৈঠক বসার প্রস্তুতি নিলে সেখানে হামলা চালানো হয়।
স্থানীয় মান্দারবাড়িয়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল মজিদ জানান, ভাটপাড়া গ্রামের আনিচুর তার দলবল নিয়ে আকস্মিকভাবে পুড়াপাড়া বাজারে হামলা চালায়। এতে নারীসহ প্রায় ২০ জন আহত হন। হামলায় আনিচুরও জখম হয়েছেন বলে তিনি জানান।
এ বিষয়ে মহেশপুর থানার ডিউটি অফিসার এএসআই শরিফুল ইসলাম জানান, ল্যাট্রিনের স্লাব ভাঙা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। আহতদের মধ্যে দুজন মহেশপুর ও ৮ জন যশোর হাসপাতালে ভর্তি হয়েছে শুনেছি। এখন পরিস্থিতি শান্ত। তবে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।