ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ১৮ বার পড়া হয়েছে

ক্রাফট ইন্সট্রাক্টরদের করা রিট বাতিল ও যৌক্তিক দাবি পূরণে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল, ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ডিপ্লোমা প্রকৌশলদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আল-আমিন, তৌফিক হাসান, রত্না খাতুন, হাসান, তানভীর, সুমাইয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক ৫ দফা দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হলো। এসএসসি পাশ করা ইন্সট্রাক্টররা শিক্ষকতা করতে পারেন না। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

আপলোড টাইম : ১২:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

ক্রাফট ইন্সট্রাক্টরদের করা রিট বাতিল ও যৌক্তিক দাবি পূরণে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ইন্সট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল, ক্রাফট ইন্সট্রাক্টরসহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ডিপ্লোমা প্রকৌশলদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আল-আমিন, তৌফিক হাসান, রত্না খাতুন, হাসান, তানভীর, সুমাইয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, যৌক্তিক ৫ দফা দাবি অনতিবিলম্বে মেনে নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করা হলো। এসএসসি পাশ করা ইন্সট্রাক্টররা শিক্ষকতা করতে পারেন না। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন শিক্ষার্থীরা।