জয়রামপুরে কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা
- আপলোড টাইম : ১২:১৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
- / ১৬ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর মল্লিক পাড়ায় কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থ বছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ দাস।
দামুড়হুদার অতিরিক্ত কৃষি অফিসার অভিজিৎ কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার আল সাবা, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপ-সহকারী কৃষি অফিসার মুকুল হোসেন, সাইফুল ইসলাম, জালাল উদ্দীন, খালিদ সাইফুল্লাহ প্রমুখ। ২০২৪-২০২৫ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ কারার জন্য ফসল হলুদ, বারি হলুদ-৪ এর ফলন, সুবিধা, বাণিজ্যিক সফলতা ইত্যাদি বিষয়ে স্থানীয় কৃষকদের সাথে বিশদ আলোচনা করা হয়।