ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে ৭ বছর সাজা

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৩৯ বার পড়া হয়েছে

বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগের মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছরের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর হেয়ার রোডে এক ব্রিফিংয়ে এ কথা জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের আগের সভায় এই আইনের সংশোধনী আনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর গত কয়েকদিনে আমরা বেশ কয়েকটি মহিলা সংগঠনের সঙ্গে কথা বলেছি। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনে বলাৎকার ও বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে। কিন্তু, আলাদা একটা সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ না একই অপরাধ। একই আইনের আওতায় পৃথকভাবে এটা করা হয়েছে। ডিএনএ টেস্ট দ্রুত করার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’-এ বেশকিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর প্রস্তাব গৃহীত হয়েছিল সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে। এতে ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞাগত পরিবর্তনও আনা হয়েছে। সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষের মাধ্যমে না, যে কোনও ব্যক্তির মাধ্যমে ধর্ষণকে শাস্তিযোগ্য করা হয়েছে। এছাড়া, ধর্ষণের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে, বলাৎকারকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু পেনিট্রেশন নয়, অন্য কোনো বস্তুর ব্যবহার কিংবা যে কোনোভাবে ধর্ষণকেও শাস্তির আওতায় আনার বিধান করা হচ্ছে।

গত সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় বছরের পর বছর মামলা ঝুলে থাকত। আমরা এই আইনে বিধান করেছি, ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিক্যাল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে সেটা করতে পারে। এছাড়া ভুক্তভোগীদের বিভিন্ন সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছি। ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে যদি কোনো জখম করা হয়, সেটাকেও আমরা কঠোর শাস্তির আওতায় আনছি।

আইন উপদেষ্টা জানিয়েছেন, ধর্ষণের ক্ষেত্রে বিচারকাজের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এছাড়া, আইনে শিশু ধর্ষণের মামলা আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনায় বিচারকাজের সময় কমানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার জট লেগে যেত। এখানে দুই ধরনের মামলা আসত। একটা হলো, সম্মতিসহ ধর্ষণের ঘটনা বা বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ। এসব মামলার অনেক আধিক্য ছিল। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনার মামলাগুলোর বিচার একারণে আটকে থাকত। সে জন্য আমরা বিধান করেছি, বিয়ের প্রতিশ্রুতি ধর্ষণের ঘটনা সেটা একটা আলাদা অপরাধ। আর সম্মতি ছাড়া যেসব অপরাধ, সেগুলো আইনে আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। সম্মতি ছাড়া যেসব অপরাধ, সেগুলোর বিচার কাজের সময় কমানো হয়েছে। আমরা এটাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আসিফ নজরুল এটাও বলেছেন, মিথ্যা মামলার ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আগে বিধান ছিল ‘মিথ্যা মামলায় যারা ভুক্তভোগী তাদের অভিযোগ জানাতে হতো’। আমাদের আইনে বিধান করা হয়েছে বিচার শেষ হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

১ লাখ ৭২ হাজার সরকারি শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার:
গতকালের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের গতকালের সভায় ১ লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। এসব শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন নতুন ম্যাট্রিক্স পদ্ধতি হবে। ব্রিফিংয়ে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন পেয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। তিনি বলেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।

জুলাই আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় প্রায় ২০ কোটি টাকা:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত রোগী, অ্যাটেনডেন্ট এবং রোগীদের সঙ্গে থাকা একজন দোভাষীসহ আহতদের চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে। গতকাল উপদেষ্টা পরিষদের সভায় এই ব্যয়ের বিবরণ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন:
প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন। আশা করছি, প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন।

আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে : প্রেস সচিব
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা এবং সমতাপূর্ণ হতে হবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটি ভালো খবর। তবে আমাদের প্রধান উপদেষ্টা চাচ্ছেন—চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। সেটি হলে আমরা চীনের উন্নতমানের চিকিৎসা আমাদের দোরগোড়ায় পাব। প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার এবারের সফরে প্রধান ফোকাস থাকবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যেন চীনা বিনিয়োগ আনা যায়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশের খসড়া অনুমোদন

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে ৭ বছর সাজা

আপলোড টাইম : ১২:০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগের মামলায় সর্বোচ্চ সাজা ৭ বছরের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনীর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর হেয়ার রোডে এক ব্রিফিংয়ে এ কথা জানান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের আগের সভায় এই আইনের সংশোধনী আনার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর গত কয়েকদিনে আমরা বেশ কয়েকটি মহিলা সংগঠনের সঙ্গে কথা বলেছি। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এই সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, আইনে বলাৎকার ও বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণের ব্যাপারে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এটা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার মধ্যেই থাকবে। কিন্তু, আলাদা একটা সেকশনে বিচার হবে। এটা আলাদা অপরাধ না একই অপরাধ। একই আইনের আওতায় পৃথকভাবে এটা করা হয়েছে। ডিএনএ টেস্ট দ্রুত করার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০’-এ বেশকিছু গুরুত্বপূর্ণ সংশোধনীর প্রস্তাব গৃহীত হয়েছিল সোমবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে। এতে ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু সংজ্ঞাগত পরিবর্তনও আনা হয়েছে। সংজ্ঞা পরিবর্তন করে শুধু পুরুষের মাধ্যমে না, যে কোনও ব্যক্তির মাধ্যমে ধর্ষণকে শাস্তিযোগ্য করা হয়েছে। এছাড়া, ধর্ষণের সংজ্ঞাকে আরও বিস্তৃত করা হয়েছে, বলাৎকারকেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু পেনিট্রেশন নয়, অন্য কোনো বস্তুর ব্যবহার কিংবা যে কোনোভাবে ধর্ষণকেও শাস্তির আওতায় আনার বিধান করা হচ্ছে।

গত সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছিলেন, ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় বছরের পর বছর মামলা ঝুলে থাকত। আমরা এই আইনে বিধান করেছি, ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করে মেডিক্যাল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষীর ভিত্তিতে বিচার সম্ভব, তাহলে সেটা করতে পারে। এছাড়া ভুক্তভোগীদের বিভিন্ন সুরক্ষা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করছি। ধর্ষণকালে বা ধর্ষণের উদ্দেশ্যে যদি কোনো জখম করা হয়, সেটাকেও আমরা কঠোর শাস্তির আওতায় আনছি।

আইন উপদেষ্টা জানিয়েছেন, ধর্ষণের ক্ষেত্রে বিচারকাজের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। এছাড়া, আইনে শিশু ধর্ষণের মামলা আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনায় বিচারকাজের সময় কমানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলার জট লেগে যেত। এখানে দুই ধরনের মামলা আসত। একটা হলো, সম্মতিসহ ধর্ষণের ঘটনা বা বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ। এসব মামলার অনেক আধিক্য ছিল। সম্মতি ছাড়া ধর্ষণের ঘটনার মামলাগুলোর বিচার একারণে আটকে থাকত। সে জন্য আমরা বিধান করেছি, বিয়ের প্রতিশ্রুতি ধর্ষণের ঘটনা সেটা একটা আলাদা অপরাধ। আর সম্মতি ছাড়া যেসব অপরাধ, সেগুলো আইনে আলাদা অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে। সম্মতি ছাড়া যেসব অপরাধ, সেগুলোর বিচার কাজের সময় কমানো হয়েছে। আমরা এটাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আসিফ নজরুল এটাও বলেছেন, মিথ্যা মামলার ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। আগে বিধান ছিল ‘মিথ্যা মামলায় যারা ভুক্তভোগী তাদের অভিযোগ জানাতে হতো’। আমাদের আইনে বিধান করা হয়েছে বিচার শেষ হওয়ার পর কোনো বিচারকের যদি মনে হয় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাহলে উনি স্বতঃপ্রণোদিতভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

১ লাখ ৭২ হাজার সরকারি শূন্য পদে নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার:
গতকালের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদের গতকালের সভায় ১ লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। এসব শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন নতুন ম্যাট্রিক্স পদ্ধতি হবে। ব্রিফিংয়ে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন পেয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে প্রাক্কলিত মূল্যের ১০ পার্সেন্টের কম হলে টেন্ডার প্রস্তাব বাতিলের যে বিধান তা বাতিল করা হয়েছে। তিনি বলেন, পরিত্যক্ত বাড়ি বরাদ্দপ্রাপ্তরা পূর্বে নিজ নামে নামজারি করতে পারতেন না। সেই অসুবিধা দূর করতে আইনে সংশোধনী আনা হয়েছে।

জুলাই আহতদের বিদেশে চিকিৎসা ব্যয় প্রায় ২০ কোটি টাকা:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত রোগী, অ্যাটেনডেন্ট এবং রোগীদের সঙ্গে থাকা একজন দোভাষীসহ আহতদের চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে। গতকাল উপদেষ্টা পরিষদের সভায় এই ব্যয়ের বিবরণ উপস্থাপন করা হয়।

বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন:
প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন। আশা করছি, প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন।

আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে : প্রেস সচিব
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, আমাদের সঙ্গে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভালো সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা এবং সমতাপূর্ণ হতে হবে। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটি ভালো খবর। তবে আমাদের প্রধান উপদেষ্টা চাচ্ছেন—চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। সেটি হলে আমরা চীনের উন্নতমানের চিকিৎসা আমাদের দোরগোড়ায় পাব। প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তার এবারের সফরে প্রধান ফোকাস থাকবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যেন চীনা বিনিয়োগ আনা যায়। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীরও উপস্থিত ছিলেন।