ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
বাংলাদেশিদের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ হয়েছি

বিডিচ্যাম’র জমকালো ইফতার মাহফিলে সিঙ্গাপুর পার্লামেন্ট মেম্বার মি. বিক্রম নায়ার

পবিত্র রমজানে আমাদের সকলের জীবনে নিয়ামত বর্ষিত হোক- সাহিদুজ্জামান টরিক

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর জমকালো আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের অর্কিড রোডের অর্কিড কান্ট্রি ক্লাব রেস্টুরেন্ট অ্যান্ড রয়েল প্লাম হোটেলে এ আয়োজনে প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও বাংলাদেশি কমিউনিটির পরিবারের সদস্যরা অংশ নেন। দোয়া ও ইফতার মাহফিলে বিডিচ্যামের প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্লামেন্ট অব সেমবাওয়াং (জিআরসি-সিঙ্গাপুর পার্লামেন্ট) মি. বিক্রম নায়ার।

দোয়া ও ইফতার মাহফিলে বিডিচ্যামের ভাইস প্রেসিডেন্ট আমানুল ইসলাম, মি. ফিলিপ রহমান, বিডিচ্যামের জেনারেল সেক্রেটারি আসাদ মামুনসহ বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীরা পরিবারসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্লামেন্ট অব সেমবাওয়াং (জিআরসি) সংসদ সদস্য মি. বিক্রম নায়ার বলেন, ‘আমি বিডিচ্যাম তথা বাংলাদেশি বন্ধুদের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়ে আনন্দিত। আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। পবিত্র রমজানে এই আয়োজন সত্যিই আমার হৃদয় কেড়েছে।’ এসময় তিনি সিঙ্গাপুরস্থ বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশিরা এতো আন্তরিক এবং অতিথি পরায়ণ, যা সবসময় বাংলাদেশিদের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি করে।’

মাহফিলে বিডিচ্যামের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক স্বাগত বক্তব্যে সম্মানিত অতিথি সিঙ্গাপুর পার্লামেন্ট মেম্বার মি. বিক্রম নায়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘পবিত্র রমজানে আমাদের সকলের জীবনে নেয়ামত বর্ষিত হোক। আজকে আমরা বাংলাদেশিরা রমজানের এই দিনে একসাথে ইফতারে অংশ নিতে পারায় বেশ ভালো লাগছে। বিশেষ করে আমাদের কমিউনিটির একটি মিলমেলায় পরিণত হয়েছে আজকের ইফতার আয়োজন।’

এসময় তিনি উপস্থিত বাংলাদেশিদের পরিবারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা শিশু, কিশোর এবং প্রায় সকল বয়সের বাংলাদেশি বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছি। এটা আমাদের মানসিক প্রশান্তিও দিচ্ছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের বড় আয়োজন করব।’ এসময় তিনি বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর নির্বাহী কমিটির সকল সদস্যসহ সংগঠনটির সকলকে সফল আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ তথা মানবজাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

বাংলাদেশিদের আন্তরিকতা ও ভালোবাসায় মুগ্ধ হয়েছি

বিডিচ্যাম’র জমকালো ইফতার মাহফিলে সিঙ্গাপুর পার্লামেন্ট মেম্বার মি. বিক্রম নায়ার

পবিত্র রমজানে আমাদের সকলের জীবনে নিয়ামত বর্ষিত হোক- সাহিদুজ্জামান টরিক

আপলোড টাইম : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর জমকালো আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরের অর্কিড রোডের অর্কিড কান্ট্রি ক্লাব রেস্টুরেন্ট অ্যান্ড রয়েল প্লাম হোটেলে এ আয়োজনে প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী ও বাংলাদেশি কমিউনিটির পরিবারের সদস্যরা অংশ নেন। দোয়া ও ইফতার মাহফিলে বিডিচ্যামের প্রেসিডেন্ট, চুয়াডাঙ্গার কৃতী সন্তান, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্লামেন্ট অব সেমবাওয়াং (জিআরসি-সিঙ্গাপুর পার্লামেন্ট) মি. বিক্রম নায়ার।

দোয়া ও ইফতার মাহফিলে বিডিচ্যামের ভাইস প্রেসিডেন্ট আমানুল ইসলাম, মি. ফিলিপ রহমান, বিডিচ্যামের জেনারেল সেক্রেটারি আসাদ মামুনসহ বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ীরা পরিবারসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্লামেন্ট অব সেমবাওয়াং (জিআরসি) সংসদ সদস্য মি. বিক্রম নায়ার বলেন, ‘আমি বিডিচ্যাম তথা বাংলাদেশি বন্ধুদের আমন্ত্রণে এখানে উপস্থিত হয়ে আনন্দিত। আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। পবিত্র রমজানে এই আয়োজন সত্যিই আমার হৃদয় কেড়েছে।’ এসময় তিনি সিঙ্গাপুরস্থ বাংলাদেশি কমিউনিটির প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশিরা এতো আন্তরিক এবং অতিথি পরায়ণ, যা সবসময় বাংলাদেশিদের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি করে।’

মাহফিলে বিডিচ্যামের প্রেসিডেন্ট সাহিদুজ্জামান টরিক স্বাগত বক্তব্যে সম্মানিত অতিথি সিঙ্গাপুর পার্লামেন্ট মেম্বার মি. বিক্রম নায়ার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘পবিত্র রমজানে আমাদের সকলের জীবনে নেয়ামত বর্ষিত হোক। আজকে আমরা বাংলাদেশিরা রমজানের এই দিনে একসাথে ইফতারে অংশ নিতে পারায় বেশ ভালো লাগছে। বিশেষ করে আমাদের কমিউনিটির একটি মিলমেলায় পরিণত হয়েছে আজকের ইফতার আয়োজন।’

এসময় তিনি উপস্থিত বাংলাদেশিদের পরিবারের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা শিশু, কিশোর এবং প্রায় সকল বয়সের বাংলাদেশি বন্ধুগণ এখানে উপস্থিত হয়েছি। এটা আমাদের মানসিক প্রশান্তিও দিচ্ছে। আমরা ভবিষ্যতেও এ ধরনের বড় আয়োজন করব।’ এসময় তিনি বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম)-এর নির্বাহী কমিটির সকল সদস্যসহ সংগঠনটির সকলকে সফল আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। ইফতার অনুষ্ঠানে বাংলাদেশ তথা মানবজাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।