চুয়াডাঙ্গায় ঈদুল ফিতর উপলক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত
গণপরিবহনে অতিরিক্ত ভাড়া ও যাত্রী না ওঠানোর সিদ্ধান্ত
- আপলোড টাইম : ১১:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় ঈদের আগে ও পরে বাস টার্মিনালসহ সকল পরিবহন কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত মালামাল ও যাত্রী পরিবহন না করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে জেলা প্রশাসন, বিআরটিএ, ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধি, নিসচা প্রতিনিধির সমন্বয়ে আলাদা ভিজিলেন্স টিম ও মনিটরিং টিম গঠন করা হয়।
সভায় আরও যেসব সিদ্ধান্ত নেয়া হয়, তার মধ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স প্রস্তুতসহ হাসপাতালগুলোকে সতর্ক অবস্থায় রাখা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা, রাত্রীকালীন দূরপাল্লার পরিবহনগুলোকে পুলিশ প্রহরায় জেলার শেষসীমা বদরগঞ্জ পর্যন্ত পৌঁছে দেয়া এবং ঈদের আগে ও পরে শহরের শহীদ হাসান চত্বর, একাডেমি মোড়সহ প্রধান ট্রাফিক মোড়ে ইজিবাইকগুলো অবস্থান না করে চলমান অবস্থায় থাকা উল্লেখযোগ্য।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী অপু রায়, সড়ক ও জনপদের উপ-বিভাগীয় প্রকৌশলী সুজাত কাজী, সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিন, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই-নিসচা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাড. মানিক আকবর ও চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ.কে.এম মঈন উদ্দিন মুক্তা।