দামুড়হুদার পরানপুর-কালিদাসপুর সড়কে দড়ি টাঙিয়ে গতিরোধ
সাংবাদিককে বেঁধে মোটরসাইকেল ছিনতাই- আপলোড টাইম : ১১:২৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার পরানপুর-কালিদাসপুর বাইপাস সড়কে দড়ি টাঙিয়ে স্থানীয় এক সাংবাদিকের গতিপথ রোধ ও মারধর করে মোটরসাইকেল, মোবাইল ও টাকা-পায়সা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য জয়রামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম মানিক বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মানিক ঢাকা থেকে প্রকাশিত সকালের সময় ও চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক সকালের খোঁজখবর পত্রিকার প্রতিনিধি। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দামুড়হুদা থেকে পরানপুর-কালিদাসপুর বাইপাস সড়ক দিয়ে মোটরসাইকেলে ছোট বোনের বাড়ি কুড়ালগাছি যাচ্ছিল। ওই সড়কের মাঝামাঝি পরানপুর মাঠে পৌঁছালে ছিনতাইকারীরা দড়ি বেঁধে তার গতিরোধ করে। পরে ছিনতাইকারীরা তাকে ধরে হাত-পা বেঁধে খুব মারধর করে। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেললে মোটরসাইকেল, মোবাইল মানিব্যাগ সব নিয়ে পালিয়ে যায় তারা। পরে জ্ঞান ফিরলে নিজে নিজেই হাতের বাঁধন খুলে এক ব্যক্তির ফোন থেকে জরুরি সেবা ৯৯৯ ফোন করে। পরে তাকে দর্শনা থানা-পুলিশ উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম মানিক বলেন, ‘দুইজন ধারালো অস্ত্র আমার গলায় ধরে রেখেছিল। আমার হাত-পা বেঁধে ফেলে পরে আমার বুকে সজোরে লাথি মারতে থাকে এবং লোহার রড দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি।’ দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি এজাহার দায়ের হয়েছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এদিকে, সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিকের ছিনতাইয়ের ঘটনায় দামুড়হুদা প্রেসক্লাবে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক থেকে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধারসহ ছিনতাইকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। অন্যথায় দামুড়হুদা প্রেসক্লাবসহ দামুড়হুদা উপজেলার সকল সাংবাদিকরা একত্রিত হয়ে কঠোর আন্দোলনে নামবে বলে জানানো হয়। গতকাল বুধবার রাতে প্রেসক্লাব কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তানজির ফয়সালের সঞ্চালনায় সভায় ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।