ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, মেহেরপুর ও মহেশপুরে পৃথক আয়োজনে

বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ২৫ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় শহিদ আবুল কাশেম সড়কের শাহজাহান চত্বরের শুভতারা ভবনে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক তৌহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ সেলিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, লিটু বিশ্বাস, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, লাভলুর রহমান ও মিলন বিশ্বাস।

সভায় বক্তারা, সদর হাসপাতাল ব্যবস্থাপনা, ‘ট’ বাজার, চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থাপত্র ফি, হাসপাতাল সড়কে যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সাবিক।
এদিকে, চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা। ইউনিয়ন জামায়াতের আমির বজলুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, সদর আমীর বিলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, পদ্মাবিলা ইউনিয়ন আমীর আসমান আলী ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাকিব প্রমুখ। ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল খালেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়া, জীবননগরের মনোহরপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মনোহরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মো. আসাবুল হক মল্লিকের উপস্থাপনায় ও মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।

জেলা আমির বলেন, ‘আমরা আমাদের কর্মীদের পকেটের টাকা দিয়ে ন্যায় ইনসাফভাবে যেমন করে শৃঙ্খল ভাবে দল পরিচালনা করছি, কোনো গ্রুপিং নেই, কোনো গন্ডগোল হট্টগোল নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও ঠিক এমন ভাবেই ন্যায় ইনসাফ ভাবে আমরা দেশ পরিচালনা করতে পারব ইনশাআল্লাহ।’

এসময় জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, আলমডাঙ্গা মাইক্রো বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা শহিদ মিনায় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মাইক্রো বাস ট্রাক মালিক সমিতির অন্যতম সদস্য মীর লাল্টু মিয়া, বিএনপি নেতা মতিয়ার রহমান, মাইক্রো, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি আনিচুর রহমান, রঞ্জু আহম্মেদ, রানা হোসেন, তরিকুল ইসলাম, সবুজ আহমেদ, তুষার আলি, মসলেম উদ্দিন, শরিফ হোসেন,মিলন হোসেন, শাহিন আলী, রাশেদ রানা, বাচ্চু, জামাল হোসেন, রুবেল হোসেন, শুভম, সেতু, বিপ্লব হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা ওবাইদুল করিম। এছাড়া আলমডাঙ্গা গোবিন্দপুর জামে মসজিদে কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম জাকারিয়া হাবিব।

অপর দিকে, মেহেরপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ঘোষপাড়ার মোড়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনছারুল হক, ওমর ফারুক লিটন, এম এ কে খায়রুল বাসার ও রোমানা আহমেদ।

মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

smart

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এলাকার সুধী জনদের সম্মানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মহেশপুর উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেনদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ফকির আহম্মেদ মাস্টার, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দারবাড়ীয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস শুকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর পৌর আমির লুৎফর রহমান, থানা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশপুর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, জীবননগর, মেহেরপুর ও মহেশপুরে পৃথক আয়োজনে

বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপলোড টাইম : ১১:০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় নাগরিক কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটায় শহিদ আবুল কাশেম সড়কের শাহজাহান চত্বরের শুভতারা ভবনে এর আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা নাগরিক কমিটির আহ্বায়ক তৌহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব শেখ সেলিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা নাগরিক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, লিটু বিশ্বাস, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, লাভলুর রহমান ও মিলন বিশ্বাস।

সভায় বক্তারা, সদর হাসপাতাল ব্যবস্থাপনা, ‘ট’ বাজার, চিকিৎসকদের চিকিৎসা ব্যবস্থাপত্র ফি, হাসপাতাল সড়কে যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে শেষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মোহাম্মদ সাবিক।
এদিকে, চুয়াডাঙ্গার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টায় নীলমনিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা। ইউনিয়ন জামায়াতের আমির বজলুর রহমান পিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, সদর আমীর বিলাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, পদ্মাবিলা ইউনিয়ন আমীর আসমান আলী ও ইউনিয়ন সেক্রেটারি হাফেজ রাকিব প্রমুখ। ইউনিয়ন সহকারী সেক্রেটারি আব্দুল খালেক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এছাড়া, জীবননগরের মনোহরপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মনোহরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর অফিসে উপজেলা শাখার বায়তুলমাল সম্পাদক মো. আসাবুল হক মল্লিকের উপস্থাপনায় ও মো. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন।

জেলা আমির বলেন, ‘আমরা আমাদের কর্মীদের পকেটের টাকা দিয়ে ন্যায় ইনসাফভাবে যেমন করে শৃঙ্খল ভাবে দল পরিচালনা করছি, কোনো গ্রুপিং নেই, কোনো গন্ডগোল হট্টগোল নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও ঠিক এমন ভাবেই ন্যায় ইনসাফ ভাবে আমরা দেশ পরিচালনা করতে পারব ইনশাআল্লাহ।’

এসময় জেলা সেক্রেটারি আসাদুজ্জামান, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা শাখার প্রচার ও আইটি সম্পাদক মো হারুন অর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে, আলমডাঙ্গা মাইক্রো বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা শহিদ মিনায় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা মাইক্রো বাস ট্রাক মালিক সমিতির অন্যতম সদস্য মীর লাল্টু মিয়া, বিএনপি নেতা মতিয়ার রহমান, মাইক্রো, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন সমিতির সভাপতি আনিচুর রহমান, রঞ্জু আহম্মেদ, রানা হোসেন, তরিকুল ইসলাম, সবুজ আহমেদ, তুষার আলি, মসলেম উদ্দিন, শরিফ হোসেন,মিলন হোসেন, শাহিন আলী, রাশেদ রানা, বাচ্চু, জামাল হোসেন, রুবেল হোসেন, শুভম, সেতু, বিপ্লব হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা ওবাইদুল করিম। এছাড়া আলমডাঙ্গা গোবিন্দপুর জামে মসজিদে কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মসজিদ কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম জাকারিয়া হাবিব।

অপর দিকে, মেহেরপুর পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ঘোষপাড়ার মোড়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান। জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেননের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনছারুল হক, ওমর ফারুক লিটন, এম এ কে খায়রুল বাসার ও রোমানা আহমেদ।

মাহফিলে সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমান বীর উত্তম এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিণ্টু, জেলা জাসাসের সদস্যসচিব বাকাবিল্লাহ, জেলা যুবদলের সহসভাপতি আনিসুল রহমান লাভলু, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপন, জেলা জিয়া মঞ্চের সদস্যসচিব মনিরুল ইসলাম মনি, জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা প্রমুখ উপস্থিত ছিলেন।

smart

এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে এলাকার সুধী জনদের সম্মানে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার মহেশপুর উপজেলা কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেনদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমির ফকির আহম্মেদ মাস্টার, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মান্দারবাড়ীয়া ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুস শুকুর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহেশপুর পৌর আমির লুৎফর রহমান, থানা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মহেশপুর উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ।