শিরোনাম:
ঝিনাইদহে বিল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ অফিস:
- আপলোড টাইম : ১১:০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার সোনাদহ বিল থেকে আব্দুল লতিফ (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে বিলের ধারে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃত আব্দুল লতিফ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত আইনুদ্দিন মণ্ডলের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ভোর রাতে বাড়ির পাশের সোনাদহ বিলে মাছ ধরতে যান আব্দুল লতিফ। এরপর আর ফেরেননি। সকালে কৃষকরা তার মরদেহ দেখতে পেয়ে পরিবার ও পুলিশকে খবর দেয়।’ ওসি আরও জানান, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আয়ুব হোসেন বলেন, ‘বৃদ্ধ আব্দুল লতিফ আগেও দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগেই তার মৃত্যু হয়েছে।’
ট্যাগ :