ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ঝিনাইদহে গলাকেটে নৃশংসভাবে এক ব্যক্তিকে জখম

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে শরিফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে জখম করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজ জমিতে বেড়া দিতে গেলে হামলার শিকার হন তিনি। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। আহত শরিফুল ইসলাম ঝিনাইদহ পবহাটি ঈদগাহপাড়ার হারান মণ্ডলের ছেলে।

গ্রামবাসীর জানান, গতকাল দুপুরে শরিফুল নিজ জমিতে বেড়া দেওয়ার সময় একই গ্রামের রেজা মণ্ডলের ছেলে রিংকু তাকে একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়েছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ঝিনাইদহে গলাকেটে নৃশংসভাবে এক ব্যক্তিকে জখম

আপলোড টাইম : ১১:০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে শরিফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গলাকেটে নৃশংসভাবে জখম করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নিজ জমিতে বেড়া দিতে গেলে হামলার শিকার হন তিনি। মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তার অবস্থা সংকটাপন্ন। আহত শরিফুল ইসলাম ঝিনাইদহ পবহাটি ঈদগাহপাড়ার হারান মণ্ডলের ছেলে।

গ্রামবাসীর জানান, গতকাল দুপুরে শরিফুল নিজ জমিতে বেড়া দেওয়ার সময় একই গ্রামের রেজা মণ্ডলের ছেলে রিংকু তাকে একা পেয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা খবর পেয়েছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।’