মেহেরপুরে মহান স্বাধীনতা দিবস পালনে আলোচনা সভা
- আপলোড টাইম : ০৯:৩৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ২৯ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে উপ-কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে অতিরিক্ত জেলা প্রশাসকের কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মূয়ীদুর রহমান, সাজেদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্ত গৃহীত করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে গ্রহণকৃত সিদ্ধান্তের মধ্যে ২৫ মার্চ রাতে ব্লাক আউট কর্মসূচি পালন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও রোভার স্কাউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, আলোচনা সভা, কবিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি সুবিধাজনক সময়ে শহিদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে মডেল মসজিদসহ মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।