বিএমএ চুয়াডাঙ্গার দোয়া ও ইফতার মাহফিল শেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ডা. হাসানুজ্জামান নুপুর সভাপতি ও ডা. মিলন সম্পাদক
- আপলোড টাইম : ০৯:১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল সাহিদ প্যালেসের রাফেল কনভেনশন হলে আয়োজন করা হয়। ইফতার পরবর্তীতে ডা. মো. আবু হাসানুজ্জামান নুপুরকে সভাপতি ও ডা. মাহবুবুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ও তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবর আলী শেখ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, ডা. মোসা. জিন্নাতুল আরা প্রমুখ। এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে গণমাধ্যম ব্যক্তিত্ব, চিকিৎসক ও চিকিৎসকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলের পরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গার সদ্য বিদায়ী কমিটির আহ্বায়ক ডা. মো. আবু হাসানুজ্জামান (নুপুর)-কে সভাপতি, সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. ফকির মোহাম্মদকে সহসভাপতি, ডা. ওয়ালিউর রহমান নয়নকে সহসভাপতি ও সদ্য বিদায়ী কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- ডা. শফিউজ্জামান সুমন, ডা. এহসানুল হক তন্ময়, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. মো. এমবি আজম, ডা. হেলেনা আক্তার নিপা, ডা. আকলিমা খাতুন, ডা. মো. মকবুল হোসেন, ডা. মো. মোস্তাক জোয়ার্দ্দার, ডা. শফিউল কবির জিপু, ডা. মোহাইমিনুল ইসলাম সাতিল, ডা. ওয়াহিদ মাহমুদ রবিন, ডা. আব্দুস সালাম, ডা. শারমিন আক্তার, ডা. সাহিদ আহসান, ডা. মো. রোকনুজ্জামান ও ডা. আসাদুর রহমান মালিক খোকন। তিন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটিতে আছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, ডা. মোসা. জিন্নাতুল আরা ও ডা. মোসা. নুরুন নাহার বেগম।