চুয়াডাঙ্গার জাফরপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা
- আপলোড টাইম : ০৪:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে নিজের মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার পিতা এনামুল হক জনিকে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জনিকে আদালতে সোপর্দ করে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ। পরে তাকে আদালত থেকে জেলহাজতে প্রেরণ করেন বিজ্ঞ বিচারক।
পুলিশ সূত্রে জানা যায়, আলোচিত ওই ঘটনার পর নির্যাতনের শিকার ওই মেয়েটির মামা রেজউল করিম বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ৯(৪) (খ), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে (সংশোধনী/২০২০) ধারাতে একটি মামলা করেন। পরে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ টিম অভিযান চালিয়ে ঝিনাইদহ কালীগঞ্জ থানাধীণ কাশিপুর গ্রাম থেকে রাত তিনটার দিকে তাকে গ্রেপ্তার করেন। পরদিন দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আসামিকে প্রেরণ করা হয়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, নির্যাতনের শিকার ওই মেয়েটি বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে ২০ ধারাই জবানবন্দি প্রদান করেন। পরে নির্যাতনের শিকার ওই মেয়েটিকে তার মামা রেজাউল করিমের জিম্বায় দেন আদালত।
প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে বাবার বিরুদ্ধে নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ওঠে। গত সোমবার সকাল থেকে রাত পর্যন্ত ঘটনাটি নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সন্ধ্যায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তের বাড়ি ঘেরাও করে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এছাড়া রাতেই সদর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা এনামুল হক জনিকে গ্রেপ্তার করে।