শিরোনাম:
চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
সমীকরণ প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৪:৫২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই তুহিন মিয়া ও এএসআই আরিফুল ইসলাম। অভিযানে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকাল ১০টা থেকে আলমডাঙ্গা থানাধীন ডাউকী এলাকা থেকে দু’জনকে আটক করে। আটককৃতরা হলেন- উপজেলার ডাউকী ইউনিয়নের বিনোদপুর গ্রামে গোলাম আলীর ছেলে রনি ইসলাম (৩২), ও একই এলাকার মৃত ইমান আলীর ছেলে হুসাইন ওরফে হোসেন (২৮)। গতকালই আটককৃতদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :