ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা শাখার ইফতার মাহফিল

ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৩৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় তাসনীম নূর কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। অনুষ্ঠানে জেলা ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান, হেফাজতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, জেলা ওলামা পরিষদের সভাপতি ও ইসলামী আন্দোলন জেলা শাখার উপদেষ্টা মুফতি জুনাইদ আল হাবিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মুফতি মামুনুর রশীদ, ডা. আফসার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম ও ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রভাষক মাওলানা আবুল হাসান।

আলোচনায় বক্তারা বলেন, মানবতাবিরোধী জুলুম ও কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। মাত্র ৩১৩ জন মুসলমান এক হাজারের বেশি কাফেরের বিপরীতে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতে। জনবল, অর্থবল ও অস্ত্রবলে পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলিম বাহিনী আল্লাহর উপর দৃঢ় ঈমানের বরকতে বিজয়ী হয়। বক্তারা আরও বলেন, সেই চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ইসলামই একমাত্র কার্যকর শাসনব্যবস্থা, যা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চুয়াডাঙ্গা জেলার সদর মুফতি রশিদ আহমাদ। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

ইসলামী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা শাখার ইফতার মাহফিল

ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা

আপলোড টাইম : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় তাসনীম নূর কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব। অনুষ্ঠানে জেলা ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব, জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমান, হেফাজতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, জেলা ওলামা পরিষদের সভাপতি ও ইসলামী আন্দোলন জেলা শাখার উপদেষ্টা মুফতি জুনাইদ আল হাবিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আসলাম অর্ক, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মুফতি মামুনুর রশীদ, ডা. আফসার উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম ও ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রভাষক মাওলানা আবুল হাসান।

আলোচনায় বক্তারা বলেন, মানবতাবিরোধী জুলুম ও কুফরি শক্তির বিরুদ্ধে ইসলামের প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। মাত্র ৩১৩ জন মুসলমান এক হাজারের বেশি কাফেরের বিপরীতে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতে। জনবল, অর্থবল ও অস্ত্রবলে পিছিয়ে থাকা সত্ত্বেও মুসলিম বাহিনী আল্লাহর উপর দৃঢ় ঈমানের বরকতে বিজয়ী হয়। বক্তারা আরও বলেন, সেই চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। ইসলামই একমাত্র কার্যকর শাসনব্যবস্থা, যা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি চুয়াডাঙ্গা জেলার সদর মুফতি রশিদ আহমাদ। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আশিকুল আলম সজীব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।