দামুড়হুদা উপজেলা ওলামা দলের কমিটি ঘোষণা
- আপলোড টাইম : ০৪:৪৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ২১ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলা ওলামা দলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির পার্টি অফিসে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির ঘোষণাপত্র পাঠ করেন চুয়াডাঙ্গা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আনোয়ার হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যসচিব সোহাগ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা ওলামা দলের আহ্বায়ক রায়হান উদ্দিন। প্রধান অতিথি ছিলেন জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক হাফেজ মাহবুবুল আলম, দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মণ্টু মিয়া, সদর উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাফেজ আশরাফুল হক, আলমডাঙ্গা উপজেলা ওলামা দলের আহ্বায়ক আবুল হাসনাত শাফী, যুগ্ম আহ্বায়ক শাহ কলম, আল মামুন, হামিদুর রহমান, দর্শনা থানা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আজিম উদ্দিন ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন ওলামা দলের সভাপতি আব্দুর রহিম, দামুড়হুদা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকির হোসেন, মৎস্যজীবী দলের সদস্যসচিব আমিরুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ভুট্ট, কৃষক দল নেতা রোকনুজ্জামানসহ ওলামা দলের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. রায়হান উদ্দিন।