আলমডাঙ্গার খাদিমপুরে সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৪:৪৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার খাদিমপুরে বারি সরিষা-১৪ বীজের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খাদিমপুর মাঠে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উদয় রহমান।
তিনি বলেন, ‘অল্প সময়ে স্বল্প খরচে বারি সরিষা-১৪ চাষ করা যায়, যা কৃষকদের জন্য লাভজনক। ১ বিঘা জমিতে ৬ মণ সরিষা উৎপাদন সম্ভব। কম জমিতে অধিক ফসল উৎপাদনে গুরুত্ব দিতে হবে।’ মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাইফুল্লাহ মাহমুদ ও স্থানীয় ইউপি সদস্য আরাফাত হোসেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হোসেন খোকন এবং পরিচালনা করেন সহকারী কৃষি কর্মকর্তা মুসলেহ উদ্দিন। এতে প্রায় ২০০ কৃষক-কৃষাণী অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষক আরিফুল ইসলাম, লিটন আহমেদ, ইভানা খাতুন, হিরোক, জামাল হোসেন, খায়রুল ইসলাম, কামাল হোসেন, নাসিমা, খালেদা, জরিনা, সুফিয়াসহ স্থানীয় কৃষক ও সুধীজন।