ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

দর্শনার মদনায় ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৫৪ বার পড়া হয়েছে

দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলার ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গতকাল সোমবার রাতে মদনা গ্রামের খলিল মিয়ার ছেলে নুরুজ্জামালকে (১৬) মহেশপুরে তার নানির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আরেক আসামি একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হুসাইনকে (১৫) দামুড়হুদা থেকে আটক করা হয়েছে।

এছাড়া ঘটনার শিকার কিশোরী নুসরাত জাহান রসুকে (ছদ্মনাম) জিজ্ঞাসাবাদের জন্য দর্শনা থানায় আনা হয়। এসময় তার সঙ্গে তার বাবা, মা এবং ৫ বছর বয়সী ছোট বোনও থানায় উপস্থিত ছিলেন। রাতভর তারা থানায় অবস্থান করেন। পরে বেলা একটার দিকে পরিবারের অন্য সদস্যরা ছোট বোনকে বাড়ি নিয়ে যান।

এদিকে, গতকাল দুপুরে আসামি দুজন ও ভিকটিমকে তার পরিবারসহ চুয়াডাঙ্গা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাতের পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়া হয়। আদালত আসামি নুরুজ্জামাল ও হুসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার মদনায় ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা গ্রামে ধর্ষণের অপচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলার ভিকটিমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, গতকাল সোমবার রাতে মদনা গ্রামের খলিল মিয়ার ছেলে নুরুজ্জামালকে (১৬) মহেশপুরে তার নানির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলার আরেক আসামি একই গ্রামের আব্দুল জলিলের ছেলে হুসাইনকে (১৫) দামুড়হুদা থেকে আটক করা হয়েছে।

এছাড়া ঘটনার শিকার কিশোরী নুসরাত জাহান রসুকে (ছদ্মনাম) জিজ্ঞাসাবাদের জন্য দর্শনা থানায় আনা হয়। এসময় তার সঙ্গে তার বাবা, মা এবং ৫ বছর বয়সী ছোট বোনও থানায় উপস্থিত ছিলেন। রাতভর তারা থানায় অবস্থান করেন। পরে বেলা একটার দিকে পরিবারের অন্য সদস্যরা ছোট বোনকে বাড়ি নিয়ে যান।

এদিকে, গতকাল দুপুরে আসামি দুজন ও ভিকটিমকে তার পরিবারসহ চুয়াডাঙ্গা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নুসরাতের পরিবারের সদস্যদের ছেড়ে দেওয়া হয়। আদালত আসামি নুরুজ্জামাল ও হুসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।