ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি আটক

বিপুল পরিমাণ মদ ও ভায়াগ্রা উদ্ধার

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৬:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৫৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। একই সঙ্গে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুই ব্যক্তি হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বালাপোতা গ্রামের নরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে অরবিন্দ কুমার মণ্ডল (৬১) ও খুলনার পাইকগাছা উপজেলার পূর্বগজালিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে সুকৃতি মণ্ডল (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় খোশালপুর বিওপির হাবিলদার সিকদার ইউনূসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
এছাড়া, গতকাল দুপুর ১২টায় মাধবখালী বিওপির সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১,১৪৪ পিস ভায়াগ্রা ও ১০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পৃথক অভিযানে নতুনপাড়া বিওপির সদস্যরা ৪৮ বোতল ভারতীয় মদ এবং গয়েশপুর বিওপির নায়েক ওয়াদুদ মল্লিকের নেতৃত্বে গোয়ালপাড়া গ্রাম থেকে ৪৬৯ পিস ভারতীয় কীটনাশক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ধ্বংসের জন্য বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘আটক দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি আটক

বিপুল পরিমাণ মদ ও ভায়াগ্রা উদ্ধার

আপলোড টাইম : ০৬:৩০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন। একই সঙ্গে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ভায়াগ্রা ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক দুই ব্যক্তি হলেন- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বালাপোতা গ্রামের নরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে অরবিন্দ কুমার মণ্ডল (৬১) ও খুলনার পাইকগাছা উপজেলার পূর্বগজালিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ মণ্ডলের ছেলে সুকৃতি মণ্ডল (৩৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় খোশালপুর বিওপির হাবিলদার সিকদার ইউনূসের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।
এছাড়া, গতকাল দুপুর ১২টায় মাধবখালী বিওপির সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১,১৪৪ পিস ভায়াগ্রা ও ১০৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পৃথক অভিযানে নতুনপাড়া বিওপির সদস্যরা ৪৮ বোতল ভারতীয় মদ এবং গয়েশপুর বিওপির নায়েক ওয়াদুদ মল্লিকের নেতৃত্বে গোয়ালপাড়া গ্রাম থেকে ৪৬৯ পিস ভারতীয় কীটনাশক উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী ধ্বংসের জন্য বিজিবির স্টোরে সংরক্ষণ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা বলেন, ‘আটক দুই বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।’