ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক, মেহেরপুর সদর:
  • আপলোড টাইম : ০৬:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • / ৬৯ বার পড়া হয়েছে

মেহেরপুর শহরে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকবিরোধী টাস্কফোর্স। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৩৫) ও মরিয়ম আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলম মেহেরপুর পুরাতন মাঠপাড়ার ফকির মোহাম্মদের ছেলে এবং মরিয়ম আক্তার দিঘীরপাড়ার নাসির উদ্দিনের মেয়ে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল খোরশেদ আলমের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় খোরশেদ আলম ও মরিয়ম আক্তারকে আটকসহ ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন এবং সদর থানার এসআই রাশেদুজ্জামান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মেহেরপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপলোড টাইম : ০৬:২৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

মেহেরপুর শহরে অভিযান চালিয়ে ৩৫ বোতল ফেনসিডিলসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকবিরোধী টাস্কফোর্স। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ আলম (৩৫) ও মরিয়ম আক্তারকে (২৮) গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলম মেহেরপুর পুরাতন মাঠপাড়ার ফকির মোহাম্মদের ছেলে এবং মরিয়ম আক্তার দিঘীরপাড়ার নাসির উদ্দিনের মেয়ে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেনের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল খোরশেদ আলমের ভাড়া বাড়িতে অভিযান চালায়। এসময় খোরশেদ আলম ও মরিয়ম আক্তারকে আটকসহ ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন এবং সদর থানার এসআই রাশেদুজ্জামান।