চুয়াডাঙ্গায় শতবর্ষী গাছ ভেঙে পিষ্ট বাইসাইকেল আরোহী
- আপলোড টাইম : ০৯:১৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর মোড়ে শতবর্ষী একটি কড়ইগাছ ভেঙে পড়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের ডালে পিষ্ট হয়ে রাহুল হোসেন (১৮) নামে এক বাইসাইকেল আরোহী গুরুতর হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত রাহুল ভালাইপুর প্রথমপাড়ার রুহুল আলীর ছেলে।
রাহুলের চাচা আবুজার বলেন, ‘রাহুল প্রতিদিনের মতো দুপুরের দিকে বাড়ি থেকে ভালাইপুর মোড়ে কাজে যাচ্ছিল। হঠাৎ গাছটি তার ওপর ভেঙে পড়ে। এতে পিষ্ট হয়ে সে আহত হয়। পরে স্থানীয়দের সাহায্যে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখেন। স্থানীয়রা বলেন, গাছটি বহুদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আজ কোনো ঝড় হয়নি, সামান্য বাতাসেই গাছটি ভেঙে পড়েছে। এসময় একজন বাইসাইকেল আরোহী আহত হয়েছেন। আরও বড় দুর্ঘটনাও ঘটতে পারতো।’
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, ‘রাহুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’