ইপেপার । আজ মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় ২০০ নারী-পুরুষ পেলেন জামায়াতের খাদ্য-সহায়তা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে

ওমরা পালন শেষে দেশে ফিরে চুয়াডাঙ্গায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেছেন জামায়াতে ইসলামের জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. রুহুল আমিন। গতকাল সোমবার সকাল ১০টায় আল হেলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে রমজানের ফুড প্যাকেজ বিতরণ করেন তিনি।

এসময় জামায়াতের জেলা আমির বলেন, ‘আল্লাহ যে কাজ করলে খুশি হন, আমরা সে কাজই করতে চাই। সমাজকে ভালো করতে চাই। বৃদ্ধভাতা যেন কেউ হরণ না করে, ভিজিএফ কার্ড পেতে যেন টাকা দিতে না হয়, আমরা যেন এসব কাজ বাস্তবায়ন করতে পারি, সেই দোয়া করবেন।’

ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর আমির বিলাল হুসাইন, সদর সেক্রেটারি গোলাম রসুল, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান পিণ্টু প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় ২০০ নারী-পুরুষ পেলেন জামায়াতের খাদ্য-সহায়তা

আপলোড টাইম : ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ওমরা পালন শেষে দেশে ফিরে চুয়াডাঙ্গায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করেছেন জামায়াতে ইসলামের জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. রুহুল আমিন। গতকাল সোমবার সকাল ১০টায় আল হেলাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২০০ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে রমজানের ফুড প্যাকেজ বিতরণ করেন তিনি।

এসময় জামায়াতের জেলা আমির বলেন, ‘আল্লাহ যে কাজ করলে খুশি হন, আমরা সে কাজই করতে চাই। সমাজকে ভালো করতে চাই। বৃদ্ধভাতা যেন কেউ হরণ না করে, ভিজিএফ কার্ড পেতে যেন টাকা দিতে না হয়, আমরা যেন এসব কাজ বাস্তবায়ন করতে পারি, সেই দোয়া করবেন।’

ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক, ইমরান হোসেন, পৌর সেক্রেটারি মোস্তফা কামাল, সদর আমির বিলাল হুসাইন, সদর সেক্রেটারি গোলাম রসুল, মোমিনপুর ইউনিয়ন আমির বজলুর রহমান পিণ্টু প্রমুখ।