জীবননগরে ৯৯৯-এ ফোন পেয়ে রক্তাক্ত অবস্থায় যুবক উদ্ধার
সড়ক দুর্ঘটনা নাকি হত্যাচেষ্টা?- আপলোড টাইম : ০৯:০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৬৪ বার পড়া হয়েছে
জীবননগরে ৯৯৯ নম্বরের কল পেয়ে থানা পুলিশ বিপ্লব হোসেন (৩২) নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিল কাশারির মাঠের রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। জখম বিপ্লব হোসেন গয়েশপুর গ্রামের বুড়োর ছেলে। বর্তমানে তিনি ঢাকা এ ওয়ান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, বিপ্লব মাঝে মাঝে রাতে দেরি করে বাড়ি ফিরতেন। ঘটনার দিন রোববার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। পরে মধ্যরাতে জানতে পারে, তাকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেছে। তবে অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে প্রথমে যশোর এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
গয়েশপুর গ্রামের বাসিন্দা সুমন হোসেন বলেন, ‘বিপ্লবকে যে অবস্থায় পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে এটি পূর্বশত্রুতার জের ধরে হত্যার চেষ্টা। বিষয়টিকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’ তিনি আরও জানান, বিপ্লবের সঙ্গে গয়েশপুর গ্রামের সুলতান ও বাবলুর দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ছিল। এ কারণে বিপ্লব একসময় গ্রামছাড়া ছিলেন। এলাকাবাসীর সন্দেহ, তার ওপর হামলার পেছনে এ দুইজন জড়িত থাকতে পারে। তবে সুলতানের সঙ্গে কথা বললে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গয়েশপুর রাস্তা থেকে বিপ্লবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে পরিবারের সদস্যরা তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর এবং পরবর্তীতে ঢাকায় নিয়ে গেছে। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’