সারাদেশে শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন
- আপলোড টাইম : ০৮:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩৪ বার পড়া হয়েছে
শিশু আছিয়ার ধর্ষক ও হত্যাকারীর ফাঁসি দ্রুত কার্যকর করার দাবি এবং সারাদেশে অব্যাহত শিশু ধর্ষণ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন, ধিক্কার প্রদর্শন ও বিবেক জাগ্রত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় মানবতা ফাউন্ডেশনের উদ্যোগে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। মানবতা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট নওশের আলীর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সুজন ও বাপার চুয়াডাঙ্গা জেলা সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি রউফুন্নাহার রীনা, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জীল্লুর রহমান জালাল, মানবতা ফাউন্ডেশনের মোটিভেশন অফিসার জাকিয়া সুলতানা ঝুমুর, এপিপি অ্যাডভোকেট শাহা জামাল, মানবাধিকার কর্মী হাফিজ উদ্দিন হাবলু, জাসাসের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি সেলিমুল হাবিব সেলিম, সাংস্কৃতিক কর্মী হাবিবী জহির রায়হান, নারী নেত্রী নাসরিন পারভিন, মানবাধিকার কর্মী আসমা খাতুন, হাফিজ উদ্দিন হাবলু, ছাত্রনেতা তূর্য, মানবাধিকার কর্মী জিতু, শান্ত, সিয়াম, সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার। মানববন্ধন, ধিক্কার প্রদর্শন ও বিবেক জাগ্রত সভা শেষে মানবতা ফাউন্ডেশনের পক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর ৪ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করেন মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মানি খন্দকার।