মুজিবনগরের মহাজনপুরে সম্মেলন ও ইফতার
- আপলোড টাইম : ০৮:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩২ বার পড়া হয়েছে
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুজিবনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মশিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম।
মুজিবনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আনারুল ইসলামের সঞ্চালনায় সম্মেলন ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মহাজনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশাদুল হক কালু, মোনাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রায়হান কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক এসএম সালাউদ্দীন, জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর রহমান বিকু, মুজিবনগর জেলা জাসাসের সভাপতি ও সংগীতশিল্পী জুলফিকার খান হেলাল, বিএনপি নেতা কাজী খয়রুদ্দীন (ডাক্তার), আহসান হাবিব, মোছবিল্লাল প্রমুখ।
সম্মেলনে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম মহাজনপুর ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। এতে ১ নম্বর ওয়ার্ডে সভাপতি হিসেবে মো. আহসান হাবিব লাল্টু, সাধারণ সম্পাদক মো. শফিকুল রহমান এবং সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ নির্বাচিত হন। ২ নম্বর ওয়ার্ডে সভাপতি নির্বাচিত হন মো. মোছবিল্লাল (কালু), সাধারণ সম্পাদক আরজান সরদার (কালু) এবং সাংগঠনিক সম্পাদক ইমাদুল ইসলাম।