ফেসবুকে গ্রামবাসীকে ‘মূর্খ’ বলায় গ্রামবাসীর প্রতিবাদ
- আপলোড টাইম : ০৮:৪১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ৩০ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সভাপতি মনোনয়ন নিয়ে চাঁদপুর ও কুনিয়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, মাদরাসা কর্তৃপক্ষ বোর্ডে তিনজনের নাম প্রস্তাব করেছে। পরে বোর্ড কুনিয়া গ্রামের নেছার উদ্দীনকে সভাপতি মনোনীত করে প্রজ্ঞাপন পাঠায়। এতে চাঁদপুর গ্রামবাসীর মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। তাদের দাবি, চার গ্রামের সম্মিলিত সিদ্ধান্তে মোস্তাক আহমেদ মিনুকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল। কিন্তু সুপার সামসুল আলম ও নেছার উদ্দীনের যোগসাজশে কাগজ পাল্টে বোর্ডে পাঠানো হয় এবং নেছার উদ্দীন সভাপতি মনোনীত হন।
এদিকে, সভাপতি মনোনয়নের পর নেছার উদ্দীনের ভাতিজা সাইফুল্লাহ ফেসবুকে চাঁদপুর গ্রামবাসীকে ‘মূর্খ’ বলে মন্তব্য করেন। এতে দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, সাইফুল্লাহ এনজিও চাকরির এক ব্যক্তির মাধ্যমে ফোনে হুমকিও দিচ্ছেন। এ ঘটনায় গতকাল সোমবার বিকেল ৪টায় মাদরাসা প্রাঙ্গণে চাঁদপুর গ্রামবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা সাইফুল্লাহর বিচার দাবি করে গ্রামবাসীরা বলেন, ‘সে কীভাবে পুরো গ্রামের মানুষকে ‘মূর্খ’ বলে? তারা দাবি করছে, তাদের দাদা জমি দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সব জমিই চাঁদপুর গ্রামের। আমরা চাই মাদ্রাসাটি সঠিকভাবে পরিচালিত হোক এবং শিক্ষার মান উন্নত হোক।’
এ বিষয়ে মাদরাসার সুপার সামসুল আলম বলেন, ‘স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে বসে তিনজনের নাম বোর্ডে পাঠানো হয়েছিল। পরে বোর্ড নেছার উদ্দীনকে সভাপতি মনোনীত করে। এখানে আমাদের কোনো ভূমিকা নেই।’