ঝিনাইদহে শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং
- আপলোড টাইম : ০৮:১৯:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের চরখাজুরা গ্রামের স্কুলপাড়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত অ্যাক্টিভ সিটিজেন গ্রুপের (এসিজি) উদ্যোগে এই মিটিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে বক্তব্য দেন সনাকের সহসভাপতি আহমেদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সনাক ঝিনাইদহের যুগ্ম আহ্বায়ক এম. আব্বাস উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য দেন এসিজির সদস্য জনাব ফরিদ উদ্দীন। এসময় উপস্থিত অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী স্কুলের বিভিন্ন উন্নয়নযোগ্য সমস্যা উপস্থাপন করেন এবং করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।
কমিউনিটি অ্যাকশন মিটিংসহ এসিজির গৃহীত উদ্যোগসমূহ সেবাদাতা তথা স্কুল কর্তৃপক্ষ ও সেবা গ্রহীতা তথা অভিভাবকবৃন্দের মধ্যে সেতুবন্ধন স্থাপনে ভূমিকা রাখছে। উল্লেখ্য যে, অ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) একটি স্থানীয় নাগরিক প¬্যাটফরম যা চরখাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানোন্নয়নে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকে।