শিরোনাম:
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কমিটি বাতিল ঘোষণা
দর্শনা অফিস:
- আপলোড টাইম : ১২:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ৩৮ বার পড়া হয়েছে
দর্শনা কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ২০২৪-২৫ এর নির্বাচিত কমিটির কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়েছে। কেরুজ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান গতকাল রোববার এক পত্রে এই কমিটি বাতিল ঘোষণা করেন। কমিটির মেয়াদ ২ বছর অতিবাহিত হওয়ায় কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের গঠনতন্ত্র অনুচ্ছেদ-১৮ অনুযায়ী কার্যনির্বাহী কমিটি বাতিল করা হয়েছে। তিনি আরও জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম ও দপ্তরের আওতাধীন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তর ও কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১৮ অনুযায়ী কার্যনির্বাহী কমিটি বাতিল বলে কেরুজ সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সকল দপ্তর ও বিভাগকে জানিয়ে দিয়েছেন। ফলে এখন থেকে কেরুজ শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন-২০২৪-২৫ এর নির্বাচিত কমিটির সকল প্রকার কার্যক্রম অকার্যকর হবে।
ট্যাগ :