আলডাঙ্গায় অস্ত্রসহ ডাকাতি মামলার ২ আসামি গ্রেপ্তার
- আপলোড টাইম : ১২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ১৯ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা থানা পলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার দুই আসামি গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়। গতকার রোববার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
থানা সূত্রে জানা গেছে, পুলিশের অভিযানে আলমডাঙ্গা থানার মামলা নম্বর ১, তাং-১/৩/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী গোকুলখালী গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গোলাম সরোয়ার রনি (৩৫) এবং আলমডাঙ্গা থানার মামলা নম্বর ২০, তাং-২৯/০১/২০২৫ খ্রিঃ, ধারা: ৩৯৫/৩৯৭ পেনাল কোড অনুযায়ী বকশিপুর গ্রামের ঈদগাহপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মকবুল হোসেন (৪৮) গ্রেপ্তার হন।
ওসি মাসুদার রহমান বলেন, ‘অভিযানে গ্রেপ্তারকৃতদের নিকট থেকে ১টি চাপাতি এবং ১টি হাসুয়া উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।