চুয়াডাঙ্গার পৌর জামায়াতের ইফতার মাহফিল
- আপলোড টাইম : ১১:৫৮:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ২৪ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার পৌর জামায়াতের ইফতার মাহফিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘ইসলাম অনুযায়ী জীবনের সমস্ত কিছু বাস্তবায়ন করলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন সুন্দর হবে। রমজানের পবিত্রতা রক্ষার্থে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।’ চুয়াডাঙ্গা পৌর শহরের হাটকালুগঞ্জ মসজিদের সামনে গতকাল রোববার বিকেল পাঁচটায় পৌর ১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলের তিনি এসব কথা বলেন।
পৌর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি কাজী মাহফুজুর রহমান শামীমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম, নায়েবে আমির মাহবুব আশিক শফি, সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, পৌরপরিষদ সদস্য দেলোয়ার হোসেনসহ ১ নম্বর ওয়ার্ড দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির।