ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটি গঠন
আলিম সভাপতি ও সজীব সেক্রেটারি
- আপলোড টাইম : ১১:৫৪:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মার্চ সরোজগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিব বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং নতুন কমিটি গঠন করেন। গতকাল রোববার সরোজগঞ্জ বাজারস্থ ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা কার্যালয়ে এক জরুরি সভায় পরামর্শক্রমে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন আলিমুজ্জামান আলিম, সহসভাপতি আবু হানিফ, আবুল কাশেম ও হাজী আবদুল মজিদ, সেক্রেটারি আশিকুল আলম (সজীব)। এছাড়াও আরও বিভিন্ন বিভাগে সদস্যগণ গতকাল দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক লিটন মিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।