আলমডাঙ্গার সেবাবাগ বাজারে আলোচনা ও ইফতার
- আপলোড টাইম : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / ১৮ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার সেবাবাগ বাজার সাপ্তাহিক হাট কমিটির প্রাঙ্গণে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে বাজার কমিটির আহ্বায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান অতিথি সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাজার কমিটির সদস্যসচিব মো. আব্বাস উদ্দিন।
সভায় উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বক্তব্য দেন মানিকদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আব্দুল কাদের, সাবেক প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন ও মো. আ. আজিজ, শাহাবুল হক (সাবু)। সুধীজনদের মধ্যে বক্তব্য দেন বাড়াদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান (মনি), জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন (এটম), ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. টিপু সুলতান, হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, বাড়াদী ইউনিয়নের সমাজসেবক মো. উজ্জ্বল হোসেন, হারদী ইউনিয়ন জামায়াতের আমির মো. গিয়াস উদ্দিন, মো. শাহজাহান, বাজার কমিটির সদস্য হিসেবে বক্তব্য রাখেন মো. কফিল উদ্দিন, সাংবাদিক ও বিএনপি নেতা নাসির উদ্দিন, হারদী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাঈদুর রহমান, জমিদাতা সাহাবুদ্দিন, শফিকুল ইসলাম (ডাবলু) প্রমুখ।
সভায় বাজার কমিটির উপদেষ্টা পরিষদের ৫১ জন সদস্য, আহ্বায়ক কমিটি ১০১ জন ও উপদেষ্টা পরিষদের সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যদের মধ্যে হতে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। সভা উপস্থাপনা করেন হাফিজুর মাস্টার ও বিপ্লব মাস্টার এবং দোয়া পরিচালনা করেন সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের জামে মসজিদের খতিব মাও. মো. কামরুল ইসলাম সোহেল।