ইপেপার । আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশি আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / ২৬ বার পড়া হয়েছে

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামের মো. আবুল কালামের আম বাগানের সামনে পাকা রাস্তার ওপরে নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি তিন নাগরিককে আটক করা হয়।

এছাড়া ভোরে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাঙ্গা গ্রামের ভুট্টা খেতের মধ্যে সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ৬ জন (নারী-৪ এবং শিশু-২) ধুরকে আটক করা হয়। একই দিন সকালে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছয়ঘড়িয়া গ্রামের মো. সাইফুলের কলা বাগানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপরে হাবিলদার মো. জুয়েল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি একজন নাগরিককে আটক করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ বাংলাদেশি আটক

আপলোড টাইম : ১১:৩১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অভিযান চালিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সকালে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চাপাতলা গ্রামের মো. আবুল কালামের আম বাগানের সামনে পাকা রাস্তার ওপরে নায়েক মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি তিন নাগরিককে আটক করা হয়।

এছাড়া ভোরে ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বাঘাডাঙ্গা গ্রামের ভুট্টা খেতের মধ্যে সুবেদার আসাদুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি নাগরিক ৬ জন (নারী-৪ এবং শিশু-২) ধুরকে আটক করা হয়। একই দিন সকালে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছয়ঘড়িয়া গ্রামের মো. সাইফুলের কলা বাগানের দক্ষিণ পাশে কাঁচা রাস্তার ওপরে হাবিলদার মো. জুয়েল হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে বাংলাদেশি একজন নাগরিককে আটক করা হয়।