মহেশপুরে সীমান্তে মাদক উদ্ধার, মানবপাচারকারী গ্রেপ্তার
ভারতীয়সহ আটক ৫ বাংলাদেশি নাগরিক
- আপলোড টাইম : ০৪:৪১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিলসহ এক কুখ্যাত মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া আরও দুটি অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। অন্য এক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার মহেশপুর-৫৮ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল সকাল ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালানো হয়। এসময় মেইন পিলার-৬১/১৬-আর সংলগ্ন চাপাতলা গ্রামের আমবাগান থেকে কুখ্যাত মানবপাচারকারী কিতাবুরকে (৪০) আটক করা হয়। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। এসময় তার নিকট থেকে ২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া গতকাল ভোর সাড়ে ৩টায় গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার-৬৭/১-এস সংলগ্ন আমবাগান থেকে ৬৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। এ অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে রাত ২টায় নিমতলা বিওপির আওতাধীন শিংনগর গ্রামের হালদারপাড়া কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
অপর দিকে, গত বৃহস্পতিবার বেলা দুইটায় বাঘাডাঙ্গা বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে পাঁচ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা হলেন- সাতক্ষীরার রেজাউল ইসলাম (৪১), সিরাজুল সানা (৩৭) ও হারুন গাজী (৪৬)। এছাড়াও আটক এক নারী ও এক শিশুর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতে মহেশপুর সীমান্ত থেকে সুজন বিশ^াস নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর-৫৮ বিজিবি। মহেশপুরের রুলি গ্রামের মানিকতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজন বিশ^াস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া বাদের পাড় গ্রামের জগেশ বিশ^াসের ছেলে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামান্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা এলাকায় বিজিবির নায়েক সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয়। পরে গতকাল সকালে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।