আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিনের ইন্তেকাল
- আপলোড টাইম : ১১:১৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ১৪ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রয়াত মেম্বার নজির আহাম্মদের সহোদর আব্দুর রশিদ ব্রেনস্টোক করে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় রোজারত অবস্থায় নিজ বাড়িতে হঠাৎ ব্রেনষ্টোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে বিকেল সাড়ে ৪টায় তিনি নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় আন্দুলবাড়ীয়ার পিরে কামেল হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজার পূর্বে প্রয়াত আব্দুর রশিদের স্মৃতি স্মরণ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাব্দার রহমান বিশ্বাস, আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান প্রমুখ। জানাজায় ইমামতি করেন আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক ও প্রয়াতের একমাত্র জামাতা আবু-হুসাইন।