চুয়াডাঙ্গা পৌর জামায়াতের ইফতার মাহফিল
- আপলোড টাইম : ১১:০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা পৌর শাখার উদ্যোগে ব্যবসায়ী ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা পৌর মুক্তমঞ্চে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাড. হাসিবুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রহমতের এই মাস আত্মশুদ্ধির মাস। এর পাশাপাশি দ্বীন কায়েমের কাজ চালিয়ে যাওয়া জরুরি। রাসুলের (সা.) আদর্শ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য অতীতে কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে ইনশাআল্লাহ।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের অর্থ সম্পাদক কামাল উদ্দিন, জেলা প্রচার সম্পাদক মফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আসিক শফি ও আনোয়ার হোসেন, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন ও হুমায়ুন কবীর, কর্মপরিষদ সদস্য আবু জায়েদ আনসারী, আতিয়ার রহমান ও দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পৌর জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক হাফেজ ইকবাল হোসেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল।