দামুড়হুদায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি
- আপলোড টাইম : ১১:০৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
দামুড়হুদায় ‘খাদ্য বান্ধব কর্মসূচি ডিলার নিয়োগ’-২০২৫ উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় উপজেলা ‘খাদ্যবান্ধব কর্মসূচি’ ডিলার নিয়োগ কমিটির আয়োজনে পরিষদের সম্মেলনকক্ষে জনসম্মুখে এই লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএরও) তিথি মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জেল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা হোসনে জাহানসহ ডিলার কার্যক্রমে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে লটারির মাধ্যমে মোট ৫টি ইউনিয়নের ১২টি পয়েন্টে ডিলার নিয়োগের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এগুলো হলো- দামুড়হুদা সদরে এ কে এম শামসুজ্জোহা, হাউলী ইউনিয়নের লোকনাথপুরে মহাসিন আলী, জয়রামপুরে আব্দুল গাফ্ফার, নতুন হাউলীর মনজুর কাদির, জুড়ানপুর ইউনিয়নের মজারপোতায় নাঈম হোসেন, কলাবাড়ি রামনগরে খালিদ মাহবুব, জুড়ানপুর দলিয়ারপুরে খায়রুল হাসান, কার্পাসডাঙ্গা কুতুবপুরে ওলিউজ্জামান, কার্পাসডাঙ্গা কোমরপুরে সহিদুল ইসলাম, কানাইডাঙ্গায় মস্তফা কামাল, নতিপোতায় আলামিন ও নতিপোতা হোগলডাঙ্গায় আনিসুজ্জামান বিশ্বাস।