ইপেপার । আজ রবিবার, ২৩ মার্চ ২০২৫

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও ভেজাল মসলা উৎপাদন

দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১১:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • / ৭২ বার পড়া হয়েছে

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করে বাজারজাতকারণ, সংরক্ষণ ও ভেজাল মসলা উৎপাদনের অভিযোগে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার নিয়মিত পরিচালিত অভিযানে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমাই, মসলা (হলুদ ও মরিচ) প্রক্রিয়াকরণসহ বিভিন্ন প্রতিষ্ঠন তদারকি করা হয়। এসময় দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মো. হাফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স এসডি সেমাই মিলে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই স্থানে মানহীন হলুদ গুঁড়া উৎপাদনের অভিযোগে মুন্না মিয়ার মিলকে একই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। কেউ ভেজাল বা অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গায় অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই ও ভেজাল মসলা উৎপাদন

দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড টাইম : ১১:০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি করে বাজারজাতকারণ, সংরক্ষণ ও ভেজাল মসলা উৎপাদনের অভিযোগে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্র জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা শাখার নিয়মিত পরিচালিত অভিযানে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সেমাই, মসলা (হলুদ ও মরিচ) প্রক্রিয়াকরণসহ বিভিন্ন প্রতিষ্ঠন তদারকি করা হয়। এসময় দৌলতদিয়াড় বঙ্গজপাড়ার মো. হাফিজুর রহমানের মালিকানাধীন মেসার্স এসডি সেমাই মিলে অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই স্থানে মানহীন হলুদ গুঁড়া উৎপাদনের অভিযোগে মুন্না মিয়ার মিলকে একই আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ‘ভোক্তার অধিকার নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালিত হচ্ছে। কেউ ভেজাল বা অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাবের সদস্য মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।