ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টারকে কুপিয়ে জখম
- আপলোড টাইম : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লাকে (৫১) কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার ঝিনাইদহ সদর থানায় দায়েরকৃত মামলা সূত্রে এ খবর জানা গেছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার থেকে পূর্বাশা পরিবহনের কাউন্টার মাস্টার আরিফ মোল্লা কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের ‘সন্ত্রাসী’ ঠান্ডু মোল্লার ছেলে রিয়াজুল ও ইরফানসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি ধারালো রামদা ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে রেখে চলে যায় আরিফকে। স্থানীয়রা তার আত্মচিৎকারে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। হামলায় আরিফের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় আহতের ভাই মশিয়ার রহমান দুজনের নাম উল্লেখসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।