ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম রবিউল ইসলাম রবি পূর্ব সভার সিদ্ধান্ত পাঠসহ আয়-ব্যয়ের অনুমোদনের জন্য প্রস্তাব করলে তা গৃহীত হয়।
সভায় সাবেক সভাপতি একুশে টিভির এম রায়হান, সাবেক সভাপতি এম সাইফুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক এটিএনের নিজাম জোয়ারদার বাবলু, বাংলাভিশনের আসিফ ইকবাল মাখন, সময় টিভির লোটাস রহমান সোহাগ, চ্যানেল টোয়েন্টিফোরের সাদ্দাম হোসেন, দৈনিক আমাদের সময় পত্রিকার নীরব প্রমুখ সদস্য বক্তব্য দেন। নির্বাহী কমিটির সভায় ক্লাবের সদস্যদের অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের আশু রোগ মুক্তি কামনা করা হয়।