জীবননগরে ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময়
- আপলোড টাইম : ১০:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৭ বার পড়া হয়েছে
জীবননগর ব্যবসায়ীদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর থানা-পুলিশের আয়োজনে জীবননগর থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন হোসেন বিশ্বাসের সভাপতিত্বের সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (জীবননগর দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর বাজারের মুদি ব্যবসায়ী রবিউল ইসলাম, গার্মেন্টস ব্যবসায়ী নাসির উদ্দিন, ইলেকট্রনিক ব্যবসায়ী সানোয়ার হোসেন, মামুন হোসেনসহ জীবননগর পৌর শহরের বিভিন্ন ব্যবসায়িক নেতারা। প্রধান অতিথি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ঈদকে সামনে রেখে যাতে করে জীবননগর শহরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং মার্কেটগুলোতে যাতে পর্যাপ্ত পরিমাণের পাহারাদারের ব্যবস্থা করা হয়, সে জন্য সকল ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি জীবননগর পৌর শহরটাকে যাতে সিসি ক্যামেরার আওতায় আনা যায় সেজন্য পৌর কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।