ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিক সম্মেলন
- আপলোড টাইম : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ১০ বার পড়া হয়েছে
‘ভিটামিন-এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে আগামী ১৫ মার্চ ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মেহেরপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ। সাংবাদিক সম্মেলন মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক তোজাম্মেলা আজম, ফজলুল হক মণ্টু, রাশেদুজ্জামান প্রমুখ। আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেলার একটি পৌরসভা ও ৩টি উপজেলার ৪৭৫টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ জন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ১৯৪ জন। ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৬৭৪ জন নীল ভিটামিন। ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬১ হাজার ৫২০ জনকে লাল ভিটামিন খাওয়ানো হবে।