চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স
ভিটামিন এ প্লাস ক্যাপসুল পাবে জেলার ১ লাখ ৪৮ হাজার শিশু
- আপলোড টাইম : ১০:২২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। কনফারেন্সে জানানো হয়, জেলার মোট ১৩ লাখ ৭১ হাজার ৫৭ জন জনসংখ্যার মধ্যে ৬-১১ মাস বয়সী ১৭ হাজার ৩৬৩ জন শিশু এবং ১-৫ বছর বয়সী ১ লাখ ৩০ হাজার ৫৬৭ জন শিশু অর্থাৎ ১ লাখ ৪৭ হাজার ৯৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে ৮৯৬টি আউটরিচ টিকাদান কেন্দ্র ও ১০টি স্থায়ী কেন্দ্রে ১ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক এবং ২৭১ জন সরকারি ও বেসরকারি কর্মী দায়িত্ব পালন করবেন।
সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ জানান, ১৫ মার্চ ইপিআই আউটরিচ টিকাদান কেন্দ্রে ১-৫ বছর বয়সী শিশুদের লাল রঙের (২,০০,০০০ আইইউ) এবং ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের (১,০০,০০০ আইইউ) ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও বলেন, ‘এ কর্মসূচি সফল করতে জেলা ও উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা, সাংবাদিক ওরিয়েন্টেশন, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ এবং প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইন সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।’
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। সংবাদ সম্মেলনের শুরুতেই প্রেজেন্টেশন উপস্থাপন করবেন নিউট্রেশন ইন্টাররন্যাশনালের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন।