চুয়াডাঙ্গায় বইছে তাপদাহ, তাপমাত্রা উঠলো ৩৭ ডিগ্রিতে
- আপলোড টাইম : ০৯:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ২৩ বার পড়া হয়েছে
শীতের আমেজের মধ্যে হঠাৎ করেই গরম পড়তে শুরু করেছে। এতে রোজাদারদের কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। হঠাৎ করেই এক লাফে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল ৩টার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। এদিকে হঠাৎ গরম পড়ায় রোজাদাররা পড়েছেন ভোগান্তিতে। জাহাঙ্গীর নামে এক অটোরিকশা চালক বলেন, গতরাতে ও (বুধবার দিবাগত রাত) বেশ ভাল শীত লেগেছে। তবে বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা বাড়ার সাথে সাথে কয়েকদিনের তুলনায় অনেক বেশি গরম লাগছে। হঠাৎ করে রোদের তাপ বেড়ে যাওয়ায় সহ্য করা যাচ্ছে না। এভাবে তাপমাত্রা বাড়লে রোজা রেখে কাজে বের হওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ বৃহস্পতিবার জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি রমজানের মধ্যে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে।