গুড নেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি পার্টনার স্কুল টিচার্স ট্রেনিং
- আপলোড টাইম : ০৫:২৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে
মুজিবনগরে গুড নেইবারস বাংলাদেশ মেহেরপুর সিডিপির আয়োজনে পার্টিসিপেটরি স্কুল মনিটরিংয়ের (পিএসএম) আওতায় ১০টি স্কুলের ইংরেজি ও গণিত বিষয়ের ২০ জন শিক্ষককে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বল্লভপুর অফিসকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স সিডিপির চেয়ারপারসন ও গোপালনগর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ।
সিডিপি ম্যানেজার বিপুল রেমার স্বাগত বক্তব্যের মধ্যদিয়েই অনুষ্ঠান শুরু হয়। ইংরেজি বিষয়ের প্রশিক্ষক ছিলেন মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মুনশী মো. মোকাদ্দেস হোসেন, গণিত বিষয়ের প্রশিক্ষক ছিলেন গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের গণিত বিষয়ের সহকারী শিক্ষক আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, একাডেমিক সুপারভাইজার হাসনাইন করিম, জহিরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টিনকন মন্ডল।