ইপেপার । আজ সোমবার, ২৪ মার্চ ২০২৫

মহেশপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক, মহেশপুর:
  • আপলোড টাইম : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
  • / ১১ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ বলেছেন, ‘দেশের মানুষ জানে কাদের হাতে রক্ত লেগে আছে। কারা আল্লাহর দোহাই দিয়ে বেহেস্তের টিকিটের ব্যবসা করছে। আর এখন তারা পারিবারিক স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তারা গ্রামের অসহায় সহজ সরল মহিলাদের আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছে। এসব ইয়ানতের টাকাগুলো কোথায় যায়।’
গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়ীয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ ৭১ সাল থেকে তাদেরকে দেখে আসছে। তাই মিথ্যাচারিতা না করে সত্যের পথে রাজনীতি করে জনগণের সেবা করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমিরুজ্জামান খান শিমুল। প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা এস এম শাহজামান মোহন, তরফদার মাহামুদ তৌফিক বিপু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল আহাম্মেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী ফয়সাল, সদস্যসচিব আবাদুল্লাহ আল ফারুক বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এরশাদ, সদস্যসচিব আব্দুল মালেক, ছাত্রদলের সভাপতি কামরুল হাসান রতন প্রমুখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

মহেশপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

আপলোড টাইম : ০৫:১৪:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল মজিদ বলেছেন, ‘দেশের মানুষ জানে কাদের হাতে রক্ত লেগে আছে। কারা আল্লাহর দোহাই দিয়ে বেহেস্তের টিকিটের ব্যবসা করছে। আর এখন তারা পারিবারিক স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তারা গ্রামের অসহায় সহজ সরল মহিলাদের আল্লাহর ভয় দেখিয়ে ইয়ানতের নামে চাঁদাবাজির ব্যবসা শুরু করেছে। এসব ইয়ানতের টাকাগুলো কোথায় যায়।’
গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়ীয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত বিশাল প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের মানুষ ৭১ সাল থেকে তাদেরকে দেখে আসছে। তাই মিথ্যাচারিতা না করে সত্যের পথে রাজনীতি করে জনগণের সেবা করার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দবির উদ্দীন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমিরুজ্জামান খান শিমুল। প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির উপদেষ্টা এস এম শাহজামান মোহন, তরফদার মাহামুদ তৌফিক বিপু, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, জেলা জিয়া পরিষদের সভাপতি প্রভাষক কামাল আহাম্মেদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক সুজানুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী ফয়সাল, সদস্যসচিব আবাদুল্লাহ আল ফারুক বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এরশাদ, সদস্যসচিব আব্দুল মালেক, ছাত্রদলের সভাপতি কামরুল হাসান রতন প্রমুখ।