মেহেরপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক শীর্ষক সেমিনার
- আপলোড টাইম : ০৫:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৮ বার পড়া হয়েছে
মেহেরপুরে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করে মেহেরপুর জেলা প্রশাসন। সেমিনারে সভাপতিত্ব করেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।
এছাড়া সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর, জেলা মডেল মসজিদের ইমাম সাদিকুর রহমান, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দীন, মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আমানুল্লাহ ও মাস্টার ট্রেনার মাওলানা আব্দুল হামিদ।
সেমিনারে বক্তারা যাকাতের ধর্মীয় ও সামাজিক গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।